লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে সাংবাদিকের ওপর রাবার বুলেট নিক্ষেপ

সাংবাদিকের ওপর রাবার বুলেট নিক্ষেপ
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সময় সাংবাদিকের ওপর রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। সরাসরি সম্প্রচারিত ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিও ফুটেজে দেখা যায়, কোনো সতর্কতা ছাড়াই অস্ট্রেলীয় সাংবাদিক লরেন টোমাসির পায়ে রাবার বুলেট ছোঁড়া হয়। এসময় ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে।

নাইন নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে কর্মরত তিনি। তবে সুস্থ বোধ করায় লরেন তার পেশাগত দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছে নাইন নিউজ।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের কাছে জবাবদিহি চাইতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছে দেশটির বিরোধী দল।

এএইচ