বিলটি পাসের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার প্রথম বড় আইনগত সফলতা পেলেন। বিল স্বাক্ষর অনুষ্ঠানে কংগ্রেস ও সিনেটের সকল সদস্যকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এটি ট্রাম্প প্রশাসনের বড় উপহার। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হবে।
চলতি সপ্তাহের শুরুতে সিনেটে দীর্ঘ অধিবেশনের পর পাস হয় বিলটি। ট্রাম্পের প্রস্তাবিত বিলের মধ্যে বড় কর ছাড়সহ মার্কিন প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছে।
এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।