ভৌগলিক অবস্থা, কর্মী ছাঁটাইসহ টেক্সাসের বন্যার নেপথ্যে তিন কারণ

টেক্সাসের বন্যা
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

টেক্সাসের বন্যা ভয়াবহ হবার পেছনে তিনটি কারণ খুঁজে বের করেছে বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, মাত্র ছয় ঘণ্টায় চার মাসের সমপরিমাণ বৃষ্টির পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি দায়ী ভৌগলিক অবস্থান। যাতে প্রভাবক হিসেবে কাজ করেছে জাতীয় আবহাওয়া দপ্তরের কর্মী ছাঁটাই।

টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত ফেরত পাবার সম্ভাবনা। উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি জনমনে ঘুরছে একটাই প্রশ্ন। কীভাবে এত প্রলয়ঙ্কারী রূপ ধারণ করলো এই বন্যা?

উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর বের হয়েছে বন্যার প্রাণঘাতী রূপ ধারণের তিনটি কারণ। সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে সৃষ্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দিকে এগোয়। সঙ্গে নিয়ে আসে বিপুল পরিমাণ আর্দ্রতা। টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলের উঁচু পাহাড়গুলোর কারণে বাধাপ্রাপ্ত হয়ে আর্দ্রতা আরও উপরে চলে যায়। যার ফলে তৈরি হয় বজ্রঝড় ও ভারী বৃষ্টি।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য বলছে, গেলো শুক্রবার টেক্সাসের কার কাউন্টিতে মাত্র ছয় ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। যা অঞ্চলটির চার মাসের বৃষ্টির সমপরিমাণ। গুয়াডালুপে নদীর উপচে পড়া পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় আশপাশের বাসিন্দাদের।

দ্বিতীয় কারণ হিসেবে কার কাউন্টির ভৌগলিক অবস্থানকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাশ ফ্লাড অ্যালি নামে পরিচিত এই অঞ্চল ঐতিহাসিকভাবেই আকস্মিক বন্যার জন্য পরিচিত। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা পানি সরাসরি নদীতে গিয়ে পড়ে। তাই চোখের পলকেই বাড়তে থাকতে নদীর পানি। ৪ জুলাই ভোররাতে মাত্র দেড় ঘণ্টার মধ্যে গুয়াডালুপে নদীতে পানির উচ্চতা ১০ ফুট থেকে বেড়ে পৌঁছায় প্রায় ৩০ ফুটে।

এখানেই চলে আসে তৃতীয় কারণ। শুক্রবার বিকেলে বন্যা সতর্কতা জারি করা হলেও গভীর রাতে সেটিকে আকস্মিক বন্যা সতর্কতায় পরিণত করা হয়। মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হলেও গভীর রাত হওয়ায় অনেকেই ঘুমের মধ্যেই হারিয়েছেন প্রাণ। এক্ষেত্রে বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন আবহাওয়া দপ্তরে কর্মী ছাঁটাইয়ের কারণে বন্যার আগাম পূর্বাভাস দেয়া সম্ভব হয়নি।

এনওএএ’র সাবেক পরিচালক ড. রিক স্পিনর‌্যাড বলেন, ‘আমি ধারণা করছি, যে যার দায়িত্ব পালন করেছে। কিন্তু কোন পরিস্থিতিতে কাজ হয়েছে বলতে পারবো না। আবহাওয়ার পূর্বাভাস দেয়া অফিসগুলো পর্যাপ্ত লোকবল নিয়োগ করছে না। যার অর্থ, আপনি কর্মীদের ওপর অতিরিক্ত চাপ দিচ্ছেন। টেক্সাসে যে দুর্যোগ দেখা গেল তার পূর্বাভাস সময়মত পাওয়া গেছে কী না- এরসঙ্গে কর্মী সংকটের বিষয়টি জড়িত থাকতে পারে।’

বন্যার পূর্বাভাস দেয়ায় জাতীয় আবহাওয়া দপ্তরের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। যদিও কর্মী ছাঁটাইয়ের কারণে দুর্যোগের পূর্বাভাসে প্রভাবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।

এসএস