বিশ্ববাণিজ্যে অংশীদারদের জন্য ট্রাম্প আরোপিত নতুন শুল্কারোপের বাকি আর মাত্র একদিন। তবে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোতে পড়বে না- খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও ফেলবে নেতিবাচক। এমন শঙ্কা বিশ্লেষকদের। অনেক পণ্য আমদানিনির্ভর হওয়ায়, জীবনযাত্রার ব্যয় বাড়ার ঝুঁকিতে মার্কিন নাগরিকরা।
এমন অবস্থায় ক্ষমতাসীন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যার কারণে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার এক বছর না যেতেই, এখনই আলোচনায় ওঠে এসেছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গ। যেখানে কামালা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির সুযোগ লুফে নেয়া উচিত বলে মনে করছেন অনেকে। কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতেই ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুল্ক এবং মুল্যস্ফীতি ইস্যু।
এসব কারণে ডোনাল্ড ট্রাম্প একজন অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবেও বেশি আলোচিত-সমালোচিত। কিন্তু বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের সমস্যাগুলো থেকে সুবিধা লুফে নিতে ব্যর্থ হচ্ছেন ডেমোক্র্যাটরা। যার কারণে একই ইস্যুতে চালানো বিভিন্ন জরিপে জনগণ ট্রাম্পকে কম ভোট দিলেও ডেমোক্রেটিক পার্টির পক্ষে বেশি ভোট না দিয়ে দল হিসেবে রিপাবলিকান পার্টিকে এগিয়ে রাখছেন জরিপে অংশ নেয়ারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে ওঠে এসেছে এই তথ্য।
ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ বলছে, তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ পরিসংখ্যান জমা হয়েছে ডেমোক্রেটিক পার্টির কাঁধে। যেখানে দেখা যায়, জরিপে নিবন্ধিত ৬৩ শতাংশ ভোটারই দলটির প্রতি প্রতিকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। অনুকূলে ছিলো মাত্র ৩৩ শতাংশ। একই সময়ে সিএনএন-এর জরিপেও, ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বনিম্ন নম্বর দিয়েছেন মার্কিনরা।
ট্রাম্পের প্রতি জনগণের ক্ষোভ কাজে লাগিয়ে, নিজেদের দলে সমর্থনের পাল্লা ভারি করতে না পারাকে ডেমোক্রেটিক পার্টির জন্য ভয়াবহ সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া ট্রাম্পের প্রতি সমর্থন কমায় আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা শেষ পর্যন্ত কোন দলের দিকে ঝোঁকেন তাই এখন দেখার বিষয়।
এ অবস্থায় দেখা যাচ্ছে, গৃহযুদ্ধের পর থেকে চারটি মধ্যবর্তী নির্বাচন ছাড়া, বাকি সবকটিতেই ক্ষমতায় না থাকা দলটি হাউজে সুবিধাজনক অবস্থানে ছিলো। সেই রেকর্ড ধরে রাখতে মার্কিনদের মনে এখন থেকেই আশা জাগানোর চেষ্টা চালিয়ে যাওয়ার বিকল্প নেই ডেমোক্র্যাটিক পার্টির।