অভিষেকের দিনে উদ্বোধনী প্রার্থনায় যোগ দিতে সকালে ভ্যাটিকানে পৌঁছান তিনি। এসময় ক্যাথলিক খ্রিস্টানরা তাকে স্বাগত জানান। ভক্তদের জন্য আশীর্বাদের হাত উঁচিয়ে দেন পোপ।
অভিষেক অনুষ্ঠান ও উদ্বোধনী প্রার্থনায় যোগ দিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্র প্রধান, উচ্চ পদস্ত কর্মকর্তারা ও মন্ত্রীরা। উপস্থিত রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল মারা যাওয়ার পর নতুন পোপ হিসেবে নির্বাচিত হন পোপ লিও চতুর্দশ। এরইমধ্যেই বিশ্বে শান্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন।
পাশাপাশি ভ্যাটিকানকে বিশ্বব্যাপী সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের নতুন এ ধর্মগুরু।