এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ বা অনুষ্ঠান ব্যবস্থাপনায় মৌলিক ধারণা, পরিকল্পনা, বাজেট নির্ধারণ, লজিস্টিক ব্যবস্থাপনা, টিমওয়ার্ক এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণে পেশাদার প্রশিক্ষকরা অনুষ্ঠান ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে কার্যক্রমে সম্পৃক্ত করেন।
সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশিক্ষণে আটটি সেশন হয়। দেশে এ ধরনের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে আয়োজকরাও আনন্দিত। যুব সম্প্রদায়ের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং দেশব্যাপী এমন কর্মশালার আয়োজন দরকার বলে মত দেন তারা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এড-প্রো কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক জাকারিয়া হাবিব পাইলট, ব্র্যান্ড সলিউশন লিমিটেড পরিচালক ইরশাদুল হক, প্রিন্টএগ্রাফির সিইও এস এম আল মাহমুদসহ আরও অনেকে।
প্রশিক্ষক জাকারিয়া হাবিব পাইলট বলেন, ‘বর্তমান সময়ে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ পেশা ও উদ্যোক্তা খাত হিসেবে গড়ে উঠেছে। তরুণদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর।’
ফিউচার স্কিলস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আবদুল্লাহ হাসান বলেন, ‘গত কয়েকবছরে দেশে ইভেন্ট ম্যানেজমেন্ট খাতের ব্যাপক বিকাশ হয়েছে। কিন্তু দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ তেমনটা নেই। আমাদের আজকের আয়োজন শুরু মাত্র। ভবিষ্যতে আরও প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে।’
আয়োজনের সহযোগী মিডিয়া মিক্স কমিউনিকেশন্স এর পরিচালক মোহাম্মাদ মহসিন বলেন, ‘আমাদের এজেন্সি একযুগেরও বেশি সময় ধরে ডেভেলপমেন্ট ও করপোরেট সেক্টরে কাজ করে আসছে। আমাদের জনশক্তির দক্ষতা বৃদ্ধির কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দেশে নেই।’
দিনব্যাপী এ কর্মশালাটি শেষ হয় সার্টিফিকেট প্রদান এবং অংশগ্রহণকারীদের মতবিনিময়ের মাধ্যমে।