মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক এমপি সারেয়ার জাহান বাদশা, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক এমপি সাদেক খানকে।
অন্যদিকে, মুগদা থানার বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।
জানা গেছে, অভিযুক্তরা আগেই বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আজ আদালতে তোলা হলে সংশ্লিষ্ট মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ আসে।