সাবেক আইজিপি মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউলসহ পুলিশের সাত কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

দেশে এখন
আইন ও আদালত
0

জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ পুলিশের সাত কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) সকাল পৌনে দশটার দিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পরে হাজির করা হয় পাঁচ পুলিশ কর্মকর্তাকে। তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাতজনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত চলছে।

সেজু