এর আগে শাহজাহান খানকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া এদিন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডো, মাদারীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমানকে বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিন আদালতে শুনানি করেন ঢাকা মহানগর দায়েরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, 'ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র আন্দোলন দমনে তারা সহযোগিতা করেছে।'
তাই তাদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবীরা গ্রেপ্তার আবেদনের বিরোধিতা করেন। দু'পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলামের আদালত।