মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

র‍্যাবের হাতে গ্রেপ্তার নান্টু ও খোকন
এখন জনপদে
আইন ও আদালত
0

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত ৮টার দিকে নওগাঁ জেলার আড়ারাপাড়া থেকে প্রধান আসামি নান্টু ও খোকন নামের আরেক আসামি গ্রেপ্তার হয়।

সকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পরে আসামিদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

এর আগে, গেলো বুধবার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেনকে বেধড়ক মারধর করে নান্টু ও তার সহযোগিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলায় দায়ের করেন।

সেজু