নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় রুপিসহ যুবক আটক

নেত্রকোণার কলমাকান্দা থানা
এখন জনপদে
আইন ও আদালত
0

নেত্রকোণার সীমান্ত উপজেলা কলমাকান্দায় ভারতীয় রুপিসহ মো. ময়নাল (৪৯) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে আটকের পর আজ (বুধবার, ২৩ এপ্রিলে) দুপুরে বরুয়াকোনা বিজিবির সীমান্ত বিওপির নায়েক মো. শহিদুল ইসলাম বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

পরে আটককৃত মো. ময়নাল ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়। মো. ময়নাল উপজেলার খারনৈ ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে।

বিজিবির সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ হাজারর ১৮১ মেইন পিলার থেকে দুই হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা জিবিসি স্কুল সংলগ্ন রাস্তার উপর থেকে মো. ময়নালকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ভারতীয় ৮ হাজার ৭৩০ রুপি, ১২ কেজি ভারতীয় চিনি, একটি মোবাইল সেট ও কালো রঙের একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবির বরুয়াকোনা সীমান্ত বিওপির নায়েক মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলরত অবস্থায় ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে মালামাল উদ্ধার করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।'

সেজু