সকাল ১০টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ শিশু আছিয়ার বোন, প্রতিবেশীসহ ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।
গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়।
আরো পড়ুন:
এ ঘটনায় আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। এ ঘটনা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে।
পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়।