আজ (রোববার, ৪ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিয়াউদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. উজ্জল হোসেন (৩৫), জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা (৩৫), যুবলীগের সক্রিয় কর্মী মীর সাইফুল্লাহ শাফি (৩৮), জেলা ছাত্রলীগের কর্মী আবিদ হাসান (২৪) ও মো. হৃদয় হোসেন (২৪)।
আরো পড়ুন:
এর আগে শুক্রবার রাত ও শনিবার দিনভর রাজধানীর বনানীতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এসআই মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, 'গত ১৫ এপ্রিল গভীর রাতে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়। মামলার প্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'
গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পেছনে কারা মদদ দিয়েছে, কারা অর্থায়ন করেছে—তা বের করতে অভিযান অব্যাহত রয়েছে।