ভারতে কোটি টাকার স্বর্ণবার পাচারকালে শার্শা সীমান্তে আটক ১

আটক পাচারকারী শুভ ঘোষ ও জব্দকৃত স্বর্ণবার
এখন জনপদে
আইন ও আদালত
0

যশোরের শার্শা সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ (রোববার, ৪ মে) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইর থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, চেকপোস্টে ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা সীমান্তের বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন শুভ ঘোষকে ধরে তার শরীর তল্লাশি করা হলে জিন্স প্যান্টের পকেট থেকে ১ কেজি ১৯২ দশমিক ৬৯ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এসএইচ