অবশেষে নিজ বাড়িতে থাকার অধিকার পেলেন তুরিন আফরোজের মা-ভাই

ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ
দেশে এখন
আইন ও আদালত
0

বাড়ি থেকে বের করে দেয়ার প্রায় ৮ বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই।

আজ (সোমবার, ৫ মে) শুনানি শেষে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

এর ফলে উত্তরার এই বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে বাড়ি-সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ রাজধানীর উত্তরার বাড়িতে ব্যারিস্টার তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় দেন।

সেজু