ঘর থেকে মুড়ি-চানাচুর নিয়ে আর ফেরেননি, পুকুরে মিললো মরদেহ

টাঙ্গাইল
যুবকের উদ্ধারকৃত মরদেহ
এখন জনপদে
আইন ও আদালত
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে রায়হান (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ (সোমবার, ৫ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা বাদল মিয়া বলেন, ‘ভোর ৪টার দিকে মুন্না নামের একজন আমাকে ডেকে বলে ‘‘আপনার ছেলেকে মেরে ফেললো’’। একথা শুনে ছুটে আসি, আশপাশে খোঁজ করি। এক পর্যায়ে কুকরাইল গ্রামের একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় আমার ছেলে রায়হানের মরদেহ দেখতে পাই।’

নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ-মরিচ কেটে রাখতে বলেন। তার কিছুক্ষণ পর বাড়িতে এসে পেঁয়াজ, মরিচ ও মুড়ি-চানাচুর নিয়ে যায়। এসময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সে সময় তার সাথে আরও একজন থাকলেও আমি চিনতে পারিনি। এরপর তিনি আর ঘরে ফেরেননি।’

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তদন্তের পর জানা যাবে। নিহতের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন ও বেচাকেনায় জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

এসএইচ