ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ৭ মে) রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা এস. এম. মিজানুর রহমানকে আটক করেন। পরে তারা তাকে নিউমার্কেট থানায় সোপর্দ করেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণহত্যায় এস. এম. মিজানুর রহমান সরাসরি জড়িত ছিলেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
মিজানুর রহমানের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। ২০০১ সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।