গ্রেপ্তাররা হলেন- মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও মো. পলাশ সরদার (৩০)।
ওসি খালিদ জানান, ঢাবি শিক্ষার্থী হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে যাওয়ার সময় শাহরিয়ারের বাইকের সাথে অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে রাত সোয়া ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ারের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘২৫-৩০ জন বহিরাগত হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ জায়গা হয়েছে, যার প্রতিফলন ঘটেছে এই হত্যাকাণ্ডে। অন্য কোনো রাজনৈতিক কারণ খুঁজছি না আপাতত। সহপাঠী হত্যার বিচারের দাবি করছি।’