বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ (বুধবার, ১৪ মে) বিচারক মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।
এদিন যাত্রাবাড়ী থানার মামলায় আনিসুল হক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও কাজি মনিরুল ইসলাম মনুকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এদিকে, বংশাল থানার হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আদালতে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড দেন আদালত।