কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া
আইন ও আদালত
0

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুরে কাশিমপুর কারাগার থেকে পরিবারের হাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তাকে মুক্তির আদেশ দেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টার এক মামলায় কারাগারে পাঠানোর এক দিনের মাথায় জামিন পেলেন এই চিত্রনায়িকা।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ৩টা ২৮ মিনিটে নুসরাত ফারিয়াকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়। এর আগেই কারাগারে তার জামিননামার কাগজ কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে কারামুক্তির ব্যবস্থা করা হয়।’

এদিকে জামিন আদেশের পরপরই ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়াকে নিতে তার বোন লামিয়া ও ব্যক্তিগত সহকারী কারাগারে প্রবেশ করেন। পরে তার মা ও মামাও আসেন কারাগারে। সকল প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এ সময় নুসরাত ফারিয়ার মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এর আগে রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাতকে। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন। পরে মঙ্গলবার সকালে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।

এনামুল হক নামে এক ব্যক্তি গত ২৭ মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, ১৭ জন অভিনয়শিল্পী ও আরও ২৬৫ জনকে। এতে ২০৭ নম্বর ব্যক্তি হিসাবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে।

এসএস