এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক মেয়র আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে এ রায় দেন। এ সময় আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত দেখানো হয়।
সাবেক মেয়র আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। তার প্রেক্ষিতে দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিভিন্ন ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দিয়েছি এ মামলায় আইভীর কোনো সম্পৃক্ততা নেই।’
তিনি বলেন, ‘মামলায় তার বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ নাই। কোন সম্পৃক্ততা নাই এজাহারে। যাদের গ্রেপ্তার করে রিমান্ড নেয়া হয়েছে আগে তারা কেউ আইভীর নামও বলেনি। পাশাপাশি এ মামলায় চারজন আসামী ইতোমধ্যে জামিনে আছেন। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য আমরা আইনীভাবে লড়াই চালিয়ে যাব।’
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী (ভারপ্রাপ্ত পি.পি) ওমর ফারুক নয়ন বলেন, ‘পুলিশ যখন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে তখন তিনি হাজার হাজার নৌকা মার্কার নেতাকর্মীদের দিয়ে অবরুদ্ধ করে রাখেন। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তা হলে আদালতে আত্মসমর্পণ করতো। সে সম্পূর্ণ আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে দাম্ভিকতা দেখিয়েছে।’