ফেনী সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

জব্দকৃত মালামালসহ বিজিবি সদস্যরা
এখন জনপদে
আইন ও আদালত
0

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে প্রায় এক কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (রোববার, ২৫ মে) দিনের বিভিন্ন সময়ে ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ, পান মশলা, ভারতীয় শাড়ী এবং ভারতীয় ফেসওয়াশ। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৫০ হাজার ৯০৯ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।’

এএইচ