আজ (সোমবার, ২৬ মে) বেলা ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ হাজির হন তিনি। তবে অন্যান্য মামলার ব্যস্ততার কারণে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, পরীমনিকে জেরার দিন ধার্য রয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।
২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমিসহ চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। পরে ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।