এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছিল, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ৯ জুলাই (বুধবার) বিকেল ৬টার দিকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় একদল সন্ত্রাসী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
আরও পড়ুন
পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ওই রাতেই নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।