আদালতে অপু বিশ্বাস ও তার আইনজীবীরা বলেন, তিনি অভিনয়ের সাথে জড়িত ছিলেন, কোনো রাজনীতির সাথে সম্পর্ক ছিল না তার। আন্দোলন দমনেও তার ভূমিকা ছিল না।
এসময় রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করে বলেন, জুলাই আগস্টে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছিলেন অভিনয় শিল্পীরা। পরে এনামুল হক হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেয়া হয়।
এনামুল হক নামে এক ব্যক্তি জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে মামলার করা হয়।
যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।