দুদকের মামলায় বিএনপি নেতা এ্যানিকে বেকসুর খালাস

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
আইন ও আদালত
0

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

এদিন আদালতে হাজির হন বিএনপি নেতা এ্যানি। উভয়পক্ষের উপস্থিতিতে রায় দেন বিচারক। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৩ জুলাই দিন ধার্য করেছিলেন আদালত। খালাস পাওয়া এ মামলাটি ২০১৪ সালের ৯ অক্টোবর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দায়ের করেছিলো দুদক।

পরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, এ রায় ন্যায় বিচার নিশ্চিতের দৃষ্টান্ত। যতদ্রুত সম্ভব প্রতিহিংসার কারণে হওয়া সকল মামলা থেকে ভুক্তভোগী ব্যক্তিরা মুক্তি পাবেন বলেও প্রত্যাশা করেন তিনি।

এএইচ