১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাচ্চুসহ ৯ জনের নামে দুদকের মামলা

ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুদকের লোগো
দেশে এখন
আইন ও আদালত
0

ঋণের নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ (রোববার, ১৭ আগস্ট) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে এ মামলাটি করেন।

আসামিদের মধ্যে রয়েছেন, ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, নিলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১২ কোটি ২৮ টাকা আত্মসাৎ করেন।

২০১০ সালের বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খোলার পর কোনো সহায়ক জামানত না দিয়ে কেবল ৪টি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে ১২ কোটি ২৮ লাখ টাকা তুলে নেয় আসামিরা।

সেজু