বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনের অব্যাহতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আইন ও আদালত
0

২০২৩ সালের ২৮ অক্টোবরের ঘটনায় রাজনৈতিক হয়রানিমূলক বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) দুপুরে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

এসময় বিএনপিপন্থি আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘২০২৪ সালে বিএনপিকে জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই ২৮ অক্টোবরের সমাবেশ পণ্ড করে দেয়া হয়েছিল। এ ঘটনার পর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের বাইরে রাখতে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।’

আরও পড়ুন:

এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারো সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়ায় আদালত ৬৬ জনকেই মামলা হতে অব্যাহতি দিয়েছেন বলেও জানান তিনি।

এসএইচ