আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) দুপুরে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এসময় বিএনপিপন্থি আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘২০২৪ সালে বিএনপিকে জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতেই ২৮ অক্টোবরের সমাবেশ পণ্ড করে দেয়া হয়েছিল। এ ঘটনার পর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের বাইরে রাখতে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।’
আরও পড়ুন:
এ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারো সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়ায় আদালত ৬৬ জনকেই মামলা হতে অব্যাহতি দিয়েছেন বলেও জানান তিনি।