আজ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ১৬ জন আসামীর মধ্যে পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক হিসেবে ঘোষণা করে তিন মাসের মধ্যে জুলাই রেভ্যুলেশন হিসেবে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও আহত একজনকে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়। এসব মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
আরও পড়ুন:
শুনানির এক পর্যায়ে মামলায় অভিযুক্ত আসামি সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হক রাজসাক্ষী হতে আবেদন করেন। তার আবেদন লিখিত দেয়ার কথা বলে ট্রাইব্যুনাল বলে আবেদনের বিষয় পরে বিবেচনা করবেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আশুলিয়ার ঘটনা ইতিহাসের সবথেকে বেদনা দায়ক হত্যাকাণ্ড।’ আর রাজসাক্ষী হওয়ার আবেদেনের প্রেক্ষিতে তিনি বলেন, ‘প্রসিকিউশন কখনোই কোনো আসামিকে রাজসাক্ষী হতে উৎসাহিত করে না। রাজসাক্ষী হবেন কি হবে না এটা পুরোটাই আদালত আর আসামির ব্যাপার।’
তিনি বলেন, ‘৫ আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পর আদালত আইন অনুযায়ী আসামিদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জনই বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের স্টেট ডিফেন্স আইনজীবী আছেন, তাদের তো আর জিজ্ঞেস করার সুযোগ ছিলো না। একজন আসামি দোষ স্বীকার করেছেন।’
এদিকে জুলাই-আগস্ট গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করে, তিন মাসের মধ্যে জুলাই রেভ্যুলেশন ২০২৪ হিসেবে গেজেট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টর।