ওই রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার বাদী ও আব্দুস শুকুরের স্ত্রী নূরজাহান বেগম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলায় অতর্কিত ছুরিকাঘাত করেন। এতে বিবাদী আব্দুস শুকুরসহ বিবাদীপক্ষের আরও কয়েকজন আহত হন। পুলিশ জানায়, নূরজাহান এবং আরও কয়েকজন মিলে চাকু এবং হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করে বিবাদী পক্ষকে।
আরও পড়ুন:
তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ অতর্কিত হামলাকারী নূরজাহানসহ ২ জনকে আটক করে। এসময় তাদের সাথে থাকা হাতুড়ি, চাকুসহ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেন। আটককৃতদের ২ ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পুলিশ হেফাজতে নেয়।
এদিকে আহতদের চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, বর্তমানে আদালত পাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আটককৃতদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।