সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না করলে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি: প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
8

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আগামীকালের (বুধবার, ২২ অক্টোবর) মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে আইন অনুযায়ী সংবাদমাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। জানান, আর যদি হাজির করা হয়, ট্রাইব্যুনাল তাদের জামিনও দিতে পারেন বা কারাগারেও প্রেরণ করতে পারেন। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে গণমাধ্যমকে এ কথা জানায় প্রসিকিউশন।

গুমের মামলা নিয়ে প্রসিকিউশন কোনো চাপে রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান, আইন আসামির কোনো পদমর্যাদা দেখে তার সুযোগ সুবিধা নির্ধারণ করে না। আইন অনুযায়ী যাকে যতটুকু সুযোগ দেয়া যায় ততটুকুই ফেয়ার হবে।

আরও পড়ুন:

এর আগে, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার পক্ষে দ্বিতীয় দিনের মত যুক্তি তর্ক তুলে ধরেন তার আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। এসময় তিনি দাবি করেন জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল জড়িত নয়। কোনো গোষ্ঠীর দায় শেখ হাসিনা নিবেন না বলেও উল্লেখ করেন তিনি।

আগামীকাল তৃতীয় দিনের যুক্তি-তর্কের সময় নির্ধারণ করা হয়েছে।

এসএস