সাম্য হত্যাকাণ্ড: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা
শিক্ষা , ক্যাম্পাস
আইন ও আদালত
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তারা। অপরাধী গ্রেপ্তার না হলে রবিবার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আজ (শুক্রবার, ১৬ মে) সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে। সাম্য কারও বন্ধু, কারও ছোট ভাই, কারও বড় ভাই, কারো সহপাঠী। সবার চোখে ও কণ্ঠে ক্ষোভ ও বেদনার প্রতিচ্ছবি।

প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারাও সন্তান হত্যার বিচার চান। সাম্যের সহপাঠী ও বন্ধুরা বলেন, বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন।

অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এমন ঘটনায় অনিরাপদ বোধ করছেন তারা।

পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে আগামী রোববার (১৮ মে) সকাল থেকে ফের আন্দোলনে নামবেন তারা।

শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, ‘যে থানা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে মেই থানা যদি নিরাপত্তা দিতে না পারে সেই থানার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, ৪৮ ঘণ্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে ১২ জন জড়িত এবং এই ১২ জনকে যারা লালনপালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

বৈঠকে অংশ নেয়া শিক্ষকদের মধ্যে একজন বলেন, ‘আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে চাই। তারা ফাইনালি যে কথাটা বলেছেন যে, তারা কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন, তাদের তদন্তের স্বার্থে অনেককিছুই হয়তো জানাতে চাননি।’

আসামি গ্রেপ্তার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরাসহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি মির আসাদুজ্জামান।

পরে শাহবাগ থেকে শিক্ষকদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সাম্য।`

এনএইচ