সাইকেলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ২৬ বছর বয়সী বেলজিয়ামের তরুণ আনাস আল রাজকি। সময় লেগেছে তিন মাস। নয়টি দেশের ভেতর দিয়ে সম্পন্ন করেছেন এ মহাকাব্যিক যাত্রা। দীর্ঘ যাত্রাপথে শক্তি জুগিয়েছে পথে থাকা মানুষের দোয়া ও উষ্ণ হাসি।
আনাস আল রাজকি বলেন, ‘এটা আমার একটা স্বপ্ন। আমি বিশ্বাস করিনি যে মক্কায় পৌঁছাতে পারবো। পথে যাদের সাথেই দেখা হয়েছে তাদের আন্তরিক প্রার্থনা এবং উষ্ণ হাসি আমাকে শক্তি জুগিয়েছে। এই অনুভূতি প্রকাশ করে শেষ করার মতো না।’
পবিত্র হজের সময় ঘনিয়ে আসায় আকাশ, স্থল ও সমুদ্রপথে বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবে ঢল নামছে লাখ লাখ হজযাত্রীর। ১৪৪৬ হিজরি বা ২০২৫ সালের হজ পালনে এখন পর্যন্ত দেশটিতে পৌঁছেছেন অন্তত সাত লাখ মুসল্লি।
হজ করতে যাওয়া বিশ্ব মুসল্লিম উম্মাহর সহায়তায় মক্কার গ্র্যান্ড মসজিদে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ রোবট। এটি হজ সংক্রান্ত ধর্মীয় নানা প্রশ্নের উত্তরের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে। এমনকি প্রয়োজনে মুফতিদের সাথে সরাসরি ভিডিও কলে যুক্ত হওয়া যাবে।
হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চালু রয়েছে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট। যার মাধ্যমে তাপ-সম্পর্কিত অসুস্থতা প্রতিরোধে পরামর্শ পাওয়া যাচ্ছে। বিশ্বের আটটি ভাষায় স্বাস্থ্য নির্দেশিকা দিচ্ছে এ কিট। এছাড়াও এবার হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ২০ ভাষায়।
হজ মৌসুমে পনি পরিষেবা নিশ্চিতে ১০৬ মিলিয়ন ডলার খরচ করেছে দেশটির ন্যাশনাল ওয়াটার কোম্পানি। মক্কা-মদিনাসহ হজ কেন্দ্রীক ১৮টি পবিত্র স্থানে স্থাপন করা হয়েছে উন্নত পানি পরিষেবা। নিরবচ্ছিন্ন পানি সেবা নিশ্চিতে থাকছে এক হাজার ২০০ এর বেশি কর্মী।
পূর্ব ঘোষণা অনুযায়ী মক্কা-মদিনাসহ হজ কেন্দ্রীক এলাকাগুলোয় চিরুনি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। হজের অনুমোদন ছাড়া শতাধিক ব্যক্তিকে পরিবহনের অভিযোগে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ১০ জুন পর্যন্ত বলবদ থাকবে এ আইন। যে আওতায় পাঁচ হাজার ৩০০ ডলার জরিমানা, জেল অথবা সৌদি আরবে ১০ বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধের সাজা ভোগ করতে হবে গ্রেপ্তার হওয়াদের।
এদিকে চলতি বছর এক হাজার ফিলিস্তিনি নাগরিককে বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ। এ আওতায় রয়েছন ইসরাইলের সাথে সংঘাতে নিহত বা আহত ফিলিস্তিনি পরিবারের সদস্যরা। ১৯৯৬ সালে শুরু হওয়া এ কর্মসূচির অধিনে বিভিন্ন দেশের ৬৪ হাজারের বেশি হজযাত্রীকে বিনা খরচে হজ করার সুযোগ দিয়েছে সৌদি আরব।