আওয়ামী লীগ-বিএনপিকে চাঁদাবাজ আখ্যা চরমোনাই পীরের

কিশোরগঞ্জ
কথা বলছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
এখন জনপদে
রাজনীতি
0

আওয়ামী লীগ ও বিএনপিকে ‘শাহী ও ছ্যাঁচড়া চাঁদাবাজ’ আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আজ (রোববার, ২০ জুলাই) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ইসলামী যুব আন্দোলনের জেলা শাখা আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তিনি ভারত প্রসঙ্গে কঠোর ভাষায় ইসলামের অস্তিত্ব রক্ষার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে নতুন শক্তি হাতপাখার পক্ষে রায় দেয়ার ডাক দেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ হাজার কোটি টাকা লুটপাট করে, তারা শাহী চোর। আর বিএনপি রিকশাওয়ালা, মুচি, টেম্পু চালকের কাছ থেকে চাঁদা তোলে তারা ছ্যাঁচড়া চাঁদাবাজ।’

আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশ-ভারতের ভৌগোলিক নয়, আসল পার্থক্য ইসলামের। যদি ইসলাম ধ্বংস হয়, তবে বাংলাদেশ একদিন ভারতের অংশ হয়ে যাবে।’

একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে পুরোনো শক্তিগুলোর ব্যর্থতা তুলে ধরে হাতপাখা প্রতীককে একবার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীন। প্রধান বক্তা ছিলেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মুফতি ইহতেশাম বিল্লাহ আজিজী, জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারসহ কেন্দ্রীয় নেতারা।

সেজু