গাজীপুরের পাইকারি বাজারে প্রতি হালি লাল ডিম সর্বোচ্চ ৪০ টাকা এবং খুচরা বাজারে সর্বোচ্চ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সাদা ডিম পাইকারিতে ৩৬ টাকা এবং খুচরা ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।
এছাড়াও কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালি মুরগি। প্রতি কেজি ব্রয়লার ১৫০, সোনালি ২৫০, লেয়ার ৩০০ ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০টাকায়।
এদিকে, শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়া ও বৃষ্টিপাতের কারণে বেশ কিছু সবজির দাম বেড়েছে। গেল সপ্তাহের তুলনায় টমেটো প্রতি কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০টাকায়।
এছাড়াও বেগুন কেজি প্রতি ১০-১৫ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা, করলা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়াও অন্যান্য সবজির দামও প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।