রাজশাহীর বাজারে বেড়েছে ডিমের দাম

রাজশাহী
ডিমের বাজার
এখন জনপদে
বাজার
0

সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে বেড়েছে ডিমের দাম। প্রতি হালিতে বৃদ্ধি পেয়েছে আট থেকে দশ টাকা করে। ছুটির দিনে বেচাকেনা বাড়লেও ডিমের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে সরবরাহ বাড়লে ডিমের দাম কমবে বলে জানাচ্ছেন বিক্রেতারা।

আজ (শুক্রবার, ৮ আগস্ট) নগরীর সাহেববাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির সাদা ডিমের দাম ৪০ টাকা হালি প্রতি, লাল ডিম ৪৬ টাকা। দেশি মুরগির ডিমের দাম হালি প্রতি ৭০ টাকা। হাসের ডিম প্রতি হালি ৭৫ টাকা আর কোয়েল পাখির ডিম প্রতি হালি ১২ টাকা।

বিক্রেতারা জানান, বাজারে ডিমের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ বাড়লে দাম কমে যাবে। এছাড়া এসময় মুরগী ডিম কম দেয়ার কারণেও সরবরাহ কম।

ক্রেতারা জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সবকিছুর দাম অনেক বেড়ে যায়। গত সপ্তাহে কেনা ডিম আজ আট থেকে দশ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এভাবে দাম বাড়লে ডিম কেনা নাগালের বাইরে চলে যাবে।

এসএস