আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) সকালে রাজশাহীর সবচেয়ে বড় সবজির হাট খড়খিড় বাজারে চাষি ও ব্যবসায়ীদের স্বল্পমূল্যে আলু বিক্রি করতে দেখা গেছে।
এ বাজারে হলেন্ডার, হীরা বা ছোট আলু পাইকারি প্রতি কেজি বিক্রি হয়েছে ১০ থেকে সর্বোচ্চ ১৩ টাকায়। খুচরা বাজারে যার সর্বোচ্চ দাম উঠেছে মান ভেদে ১৫ টাকায়।
গেল সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুতে কমেছে ৫ থেকে ৮ টাকা। ব্যবসায়ী ও চাষিরা জানান, এবার রাজশাহী কৃষি অঞ্চলে আলুর আবাদ হয় ৩ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে।
এতে আলুর উৎপাদন হয়েছে ৯৮ লাখ ৬৫ হাজার টন আলু। এ অবস্থায় কোল্ডস্টোরেজগুলোতে আলু সংরক্ষণ করা গেছে ২৩ লাখ ৭৫ হাজার টন।
এতে উৎপাদনের মাত্র ২৩ শতাংশ অলু সংরক্ষণ করতে পেরেছে কৃষক। ফলে গৃহস্থের কাছে মজুতকৃত আলু দীর্ঘদিনে আর্দ্রতা জটিলতায় নষ্ট হতে থাকায়, বৃষ্টি-বাদলার আগেই বিক্রি শুরু করেছেন কৃষক। ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দর কমেছে।
এতে উৎপাদন খরচের সাথে মূল্যের পার্থক্য হওয়ায় লোকসানে পড়ছেন কৃষক ও পাইকাররা। পাশাপাশি বাইরের ক্রেতাদের কাছে আলুর চাহিদা না থাকায় বিক্রিও কমেছে।