তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত খামার; খুলনায় ডিমের দাম বেড়েছে হালিতে ৮ টাকা

মুরগি ডিম
কাঁচাবাজার
বাজার
0

গত কয়েকদিন ধরে খুলনায় ডিমের দাম অনেকটাই বেড়েছে। সরবরাহ কমার অযুহাতে হালি প্রতি বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৮ টাকা পর্যন্ত। মূলত বেহাল অবস্থা খুলনার ডিম উৎপাদনকারী মুরগি খামারগুলোতে। গত কয়েকদিনের তাপ প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছে এ সব খামার।

হিট স্ট্রোকে মারা গেছে অনেক মুরগি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা। এদিকে মুরগির খাবারের দাম বেড়েছে অনেকটায়। ভুট্টা বা সয়াবিন এখন প্রায় দ্বিগুণ দাম কিনতে হচ্ছে খামারিদের। এছাড়াও মুরগির বাচ্চা ও ওষুধের দাম বেড়েছে একই হারে।

আরো পড়ুন:

এসব কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন খামার। এরই প্রভাবে বাজারে ডিমের সরবরাহ অনেকটাই কমেছে। পাইকারি পর্যায়ের প্রতি পিসে ১ থেকে দেড় টাকা বাড়লেও খুচরা পর্যায় বেড়েছে প্রায় দুই টাকা পর্যন্ত।

সেজু