বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম, সবজিতে স্বস্তি

বাজারের বিভিন্ন পণ্যের ছবি
কাঁচাবাজার
বাজার
0

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় সবজির সরবরাহ বাড়ায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে দাম। যদিও সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকা আর বৈরী আবহাওয়ার কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ, এতে বেড়েছে দাম। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় বাজারের অন্যান্য পণ্যেরও দাম কিছুটা বেড়েছে।

আজ (শুক্রবার, ২৩ মে) ছুটির দিনে ময়মনসিংহের বাজারে সব ধরনের সবজির সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। ফলে সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে সব ধরনের সবজির দর। 

বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৩০, শশা ৪০ এবং ঢেঁরস বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচা মরিচের দাম।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘আমাদের যা ইনকাম, সে অনুযায়ী বাজারে সবকিছুর দাম অনেক বেশি। বেগুনের দাম ৬০ টাকা, যেটা ৩০ থেকে ৪০ টাকা হলে আমাদের জন্যভালো হত।’

সিরাজগঞ্জেও কমেছে সব ধরনের সবজির দাম। মরিচ, আলু, পেঁয়াজসহ প্রতিটি সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। 

তবে চাহিদা বাড়ায় কিছুটা বেড়েছে মসলার দাম। সাদা এলাচ কেজিতে ৫০০ টাকা বেড়ে ৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ ছাড়া কালো এলাচ ৩ হাজার ২০০ টাকা, জিরা ৬০০ থেকে ৮০০ টাকা, দারুচিনি ৫৫০ থেকে ৬০০ আর শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।

এদিকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের ফিশারিঘাটে সরবরাহ কমেছে সামুদ্রিক মাছের। সমুদ্র, মিঠা পানি বা চাষের মাছের দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। 

বাজার ঘুরে দেখা যায়, রূপচাঁদা জাতভেদে ৬৫০ থেকে ৮৫০, কোরাল জাতভেদে ৫৫০ থেকে ৮৫০ ও সুরমা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মিঠা পানি ও চাষের মাছের মধ্যে রুই ২৭৫ টাকায়, সিলভার কার্প ১৩০ থেকে ১৪০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, কাতলা ২৫০ টাকা, আর পাবদা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজিতে। 

যদিও খুচরা বাজারে গিয়ে এসব মাছের দামে যোগ হচ্ছে আরো ৫০ থেকে ৮০ টাকা।

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে সরবরাহ কমেছে ইলিশের। গেল সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়।

আজ সকালে নারায়ণগঞ্জের বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মাছের দামই স্বাভাবিক। তবে কিছুটা বাড়তি ছোট মাছের দাম। 

এছাড়া ইলিশের সরবরাহও তুলনামুলক কম। বাজারে তেলাপিয়া ১৬০, রুই ৩৫০ থেকে ৩৮০, নদীর বোয়াল ৬০০ থেকে ৭০০ এবং চিতল বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজিতে।

এসএইচ