রাজশাহীতে এলাচ-জিরা-আদার দাম বাড়তি

মসলা পণ্য
কাঁচাবাজার
বাজার
0

রাজশাহীর মসলার বাজারে ক্রেতা উপস্থিতি কমলেও, কমেনি দাম। আদা, এলাচসহ দাম বেড়েছে শুকনো মরিচ ও জিরার। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে মসলা ভেদে ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে দাম।

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে গেল কদিন থেকেই মসলার বাজারে বেচাকেনা বেড়েছে রাজশাহীতে। যেখানে যোগানের অধিকাংশই আমদানি করা। এতে স্থানীয়ভাবে উৎপাদিত মসলায় দাম না বাড়লেও বেড়েছে আমদানিনির্ভর মসলার দাম।

আজ (সোমবার, ২৬ মে) মাস্টারপাড়া ও সাহেব বাজারে প্রতি কেজি এলাচ ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৬০০-৪৮০০ টাকা। জিরা কেজিতে বেড়েছে ৩০ টাকা। ৫৭০ থেকে প্রতি কেজি জিরা ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়া বিক্রি হচ্ছে ১৪২ টাকা, খুচরা বাজারে ১৯০। আদার বাজার চড়া, প্রতি কেজি আদা মানভেদে ৬৫ থেকে ১০০ টাকা দরে পর্যন্ত পাওয়া যাচ্ছে।

কোরবানির ঈদ এগিয়ে আসলেও পাইকারি বাজারে মসলার দাম না বাড়লেও খুচরা বাজারে দাম বাড়বে বলছেন ব্যবসায়ীরা।


সেজু