ময়মনসিংহের মেছুয়া বাজারে ঈদ পরবর্তী পাইকারি শাক-সবজির হাট জমে উঠেছে। বিভিন্ন উপজেলা ও চরাঞ্চল থেকে কৃষকরা পাইকার ফড়িয়াদের কাছে সবজি বিক্রি করতে আসলেও বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কম। তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের ফলে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সপ্তাহের মধ্যে পাইকারিতে সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) মেছুয়া বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঢেঁড়স ২৮, চিচিঙ্গা ৩০, করলা ৫০, বেগুন ৪০, শসা ৩৫, লাউ ৪০ থেকে ৫০, চালকুমড়ো ৪০ এবং কাঁচা মরিচ ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, যদি বৈরী আবহাওয়া অব্যাহত থাকে, তবে দাম আরও বাড়তে পারে।