বুড়িগঙ্গায় হবে আরেক হাতিরঝিল

বুড়িগঙ্গা মঞ্চ
দেশে এখন
0

আদি বুড়িগঙ্গা নদীর উন্নয়ন প্রকল্প শেষ হলে পুরান ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে। ঢাকার ইতিহাস সংরক্ষণ এবং চর্চায় বুড়িগঙ্গার নাম সবার আগে আসে। তাই বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। মঙ্গলবার বিআইডব্লিউটিএর সোয়ারিঘাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন এলাকায় 'বুড়িগঙ্গা মঞ্চ' উদ্বোধন করে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, বুড়িগঙ্গাকে রক্ষায় বিআইডব্লিউটিএ সবসময় কাজ করছে। তবে এটিকে রক্ষার জন্য আগে কেউ বলেনি। এখন আমরা সেই উদ্যোগ হাতে নিয়েছি।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইরফান সেলিম, বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রাশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

সেজু