খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

দেশে এখন
0

খুলনার রূপসায় একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও নৌবাহিনী তিন ইউনিট। জানা গেছে, ওই পাটকলের দুটি গোডাউনের সব পাটজাত পণ্যই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ (বুধবার, ৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসার জাবুসা এলাকায় পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। এরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, ‘বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’

আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরও তিন ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিস ছাড়াও নৌবাহিনীর তিন ইউনিটসহ কাজ করছে প্রশাসনের সদস্যরা।

|undefined

আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সালাম জুট মিল নামের এই প্রতিষ্ঠানে সব মিলিয়ে শত কোটি টাকার ২৮ হাজার টনের বেশি পাটজাত পণ্য ছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এই পাটগুলো কারখানাটি থেকে রপ্তানির উদ্দেশে প্রক্রিয়াজাত করা হচ্ছিল।

মালিকপক্ষ জানিয়েছে, জুট মিলটিতে দুটি গোডাউন রয়েছে। গোডাউনে থাকা সব পাটই পুড়ে গেছে। পাট ছাড়াও অন্যান্য যেসব সরঞ্জাম এখানে ছিল তাও আগুনে পুড়ে গেছে। এমনকি গোডাউনের বাইরে রাখা পাটও আগুনে পুড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণের পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আসু