তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস আজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রাজনীতি
দেশে এখন
0

আজ (শুক্রবার, ৭ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এদিন সেনা সমর্থিত মইনউদ্দিন ও ফখরুদ্দীনের ওয়ান-ইলেভেন সরকার জরুরি বিধিমালায় তাকে গ্রেপ্তার করে।

আজ (শুক্রবার, ৭ মার্চ) বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটির বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের পর তারেক রহমান দেশি-বিদেশি যড়যন্ত্রকারীদের টার্গেট হন। ১/১১’র জরুরি অবস্থাকালীন দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের সে টার্গেট বাস্তবায়নের অপচেষ্টা করে।

অন্যদিকে তার চরিত্র হরণের জন্য চলে গোয়েবলসীয় কায়দার মিথ্যাচার। অথচ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ও বিগত আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৬ বছরে রাষ্ট্রীয় সর্বশক্তি দিয়ে টাস্কফোর্স, এনবিআর, দুদকসহ সরকারের সব সংস্থাই দেশে-বিদেশে অনুসন্ধান করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদা দাবি ও অবৈধ সম্পদ অর্জনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।

তার বিরুদ্ধে সারা দেশে ৮৩ মামলা করার তথ্য মিলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পর ৪টি মামলা বাদে একেক করে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। মামলাগুলোর মধ্যে অনেকগুলো খারিজ এবং কিছু মামলায় খালাস দেওয়া হয়। মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এএইচ