‎মিটফোর্ডের ঘটনায় তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী
রাজনীতি
0

‎মিটফোর্ডের ঘটনা নিয়ে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, এর পেছনে উদ্দেশ্য রয়েছে— বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শুক্রবার, ১৮ জুলাই) বরিশালে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত এক শোক র‍্যালির সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মাঠ তৈরি করেছেন তারেক রহমান। কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত ঘোষনা দেন তিনি। এতো মানুষ হত্যা করেও নিজেকে রক্ষা পায়নি শেখ হাসিনা, পালিয়েছে বিদেশে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ হামলা চালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ চায় না, দেশের শান্তি-গণতন্ত্র চায় না, কথা বলার স্বাধীনতা চায় না। সে চায় রাজত্ব। 

এসময় গণতন্ত্র এককভাবে প্রতিষ্ঠা করা যায় না, সম্মিলিত শক্তি দিয়ে জয় করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, কেউ যদি সরকারের মধ্যে থেকে সেই শক্তিকে কাজে লাগিয়ে আন্দোলনকামী শক্তি দ্বারা ১৬ বছর ধরে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না।’ 

‎বিকেলে শহরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ আয়োজন হয়। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোক র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এসএইচ