ইসরাইলি গণমাধ্যমে 'মার্চ ফর গাজা' কর্মসূচি

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশ ঢাকার  'মার্চ ফর গাজা' কর্মসূচির ছবি
দেশে এখন
0

বাংলাদেশে অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচির খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গতকাল (শনিবার, ১২ এপ্রিল) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বিক্ষোভের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছে খোদ ইসরাইলি গণমাধ্যমও। পশ্চিমা বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় এক লাখ মানুষ।

আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে বাংলাদেশ। গাজায় চলমান ইসরাইলি বর্বরতার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজার খবর উঠে এসেছে বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমে।

শুধু পশ্চিমারাই নয়, বাংলাদেশে অনুষ্ঠিত এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে খোদ ইসরাইলি গণমাধ্যমও।

শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জড়ো হন হাজার হাজার মানুষ। স্লোগানে স্লোগানে এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয় উদ্যান।

ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামা এই জনস্রোতের ঢেউ পৌঁছেছে পশ্চিমা বন্দরেও। মার্চ ফর ঢাকা কর্মসূচির ছবি ও প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটে প্রেস বা এপি, টাইমস অব ইসরাইল, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, আরব নিউজ, ফার্স্ট পোস্ট, টাইমস অব ইন্ডিয়ার মতো সংবাদমাধ্যম।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের ছবিতে আঘাত করে বাংলাদেশিদের প্রতিবাদ জানানোর বিষয়টি শিরোনামে উল্লেখ করেছে টাইমস অব ইসরাইল। সংবাদে বলা হয়েছে, এই বিক্ষোভে অংশ নিয়েছেন অন্তত এক লাখ মানুষ।

এপির প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের রাজধানীতে ইসরাইল বিরোধী বিক্ষোভে জড়ো প্রায় এক লাখ মানুষ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দিয়েছে হাজার হাজার মানুষ।

অধিকাংশ গণমাধ্যম সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা এক লাখ উল্লেখ করলেও আরব নিউজের দাবি, বাংলাদেশের এই বিক্ষোভে অংশ নেন ১০ লাখের বেশি মানুষ। প্রতিবেদনে আরও বলা হচ্ছে এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ। এছাড়া বাংলাদেশি পাসপোর্টে 'ইসরা‌ইল ব্যতীত' ধারাটি পুনর্বহাল করার যে আহ্বান জানান বিক্ষোভকারীরা, সেটিও উল্লেখ করেছে আরব নিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ইন্ডিপেন্ডেন্ট জানায় লাখো মানুষের এই সমাবেশে সমর্থন ছিল বিএনপিসহ বাংলাদেশের ইসলামি দলগুলোরও।

এসএইচ