আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ।
এসময় তিনি বলেন, ‘শুধু ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে এই ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন বেনজীর।’
এসময় ক্লাবটির জমি দখল নিয়ে ওঠা অভিযোগও সত্য নয় বলে দাবি করেন নাসির। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবটির বর্তমান কমিটির ১১ জন সদস্য।
ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা তিন হাজারেরও বেশি উল্লেখ করে নাসির বলেন, সদস্যরা চাঁদা দিলেও বিপুল সংখ্যক এই চাঁদা হাতিয়ে নেন বেনজীর।
এসময় আনুষ্ঠানিকভাবে তাকে ও সাবেক সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল তাহসিন আমিনকে বহিষ্কারের ঘোষণা দেয় বর্তমান কমিটি।
নাসির মাহমুদ জানান, ১০ বছর ক্লাবের নির্বাচন হতে দেননি বেনজীর। অন্যদিকে বেনজীর আহমেদের ক্ষমতা দিয়েই বেআইনিভাবে ক্লাবের সেক্রেটারি হয়েছিলেন তাহসিন আমিন।
একইভাবে বাগিয়ে নেন সদস্যপদও। নাসির মাহমুদ আরো বলেন, ক্লাবের সেক্রেটারি ক্লাবের সদস্য হতে না পারলেও বেনজীরের ছত্রছায়ায় ক্লাবের ভুয়া মেম্বারশিপ নেন তাহসিন।
বর্তমানে তাদের দুজনেরই ক্লাবের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।