আর্থনা সম্মেলনে যাচ্ছেন ড. ইউনূস, কাতার প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ

বিশেষ প্রতিবেদন
দেশে এখন
0

আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থনা শীর্ষ সম্মেলন। যেখানে স্পিকার হিসেবে যোগদান করবেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাতার আসার খবরে উৎসবে আমেজ বাংলাদেশি কমিউনিটিতে। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে আর্থনা সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখছে বলে মত কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের।

কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থনা শীর্ষ সম্মেলন। সম্মেলনে স্পিকার হিসেবে যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূসের আসার খবরে খুশি কাতারে বাংলাদেশি কমিউনিটির লোকজন। সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তারা।

কাতারে অবস্থান করা প্রবাসী বাংলাদেশি ডাক্তারদের মধ্যে একজন বলেন, 'প্রধান উপদেষ্টা সম্মেলনে কাতারে আসবেন। আশা করি উনি আমিরের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্কিল ওয়ার্ক আনার ব্যাপারে আলোচনা করবেন।'

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, 'আমাদের প্রবাসীদের জন্য, আমাদের ব্যবসায়ীদের জন্য, আমাদের লেবার-কর্মী যারা যারা আছেন তাদের সকলের জন্য যা যা করা দরকার, আমরা আশা করি উনি সবকিছুই করবেন।'

জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে আর্থনা সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখছে বলে মনে করেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা কাতারে আমিরসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, 'কাতারের আমির এবং কাতারের সকল মন্ত্রীরা বা বাংলাদেশের জন্য যাদের সঙ্গে দেখা করা জরুরি তাদের সাথে উনি দেখা করবেন। এবং আশা করি যে, আমাদের প্রধান উপদেষ্টার যে ক্যাপাসিটি এবং উনি বিশ্বে যে সম্মান পান তার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য এই সফর থেকে আমরা বেশ উল্লেখযোগ্য কিছু লাভ করতে পারবো।'

আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

এসএস