তিনি বলেন, ‘আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে ‘সেই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিরোধ থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।
মির্জা আব্বাস বলেন, ‘বিচারের আগে আওয়ামী লীগের কোনো অবস্থান হবে না।’ নির্বাচন খুব তাড়াতাড়ি হবে না এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে। যে সংস্কার করলে দেশের বিপর্যয় হবে, সে সংস্কারের প্রয়োজন নেই।’
এসময় প্রশাসনের সব জায়গায় বিএনপি এনসিপি নেতা নাহিদের এমন বক্তব্য বাচ্চামি ছাড়া কিছু না বলেও মন্তব্য করেন তিনি।