৪৬তম বিসিএস পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
শিক্ষা
দেশে এখন
0

৪৬তম বিসিএসে প্রশ্নফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন বলে জানিয়েছে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) বিকেলে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, 'সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তখন সাথে সাথে ব্যবস্থা নেবে পিএসসি।'

এসময় জানান, প্রশ্ন ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার জন্য সতর্ক আছে পিএসসি। বিজি প্রেসে বিসিএসের কোনো প্রশ্ন ছাপানো হবে না। প্রার্থীদের বিভ্রান্ত করে সংবাদ পরিবেশন না করতে আহ্বান পিএসসি চেয়ারম্যানের।

তিনি বলেন, 'ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে পিএসসিকে ঢেলে সাজানো হবে।' এই কমিশন লুকোচুরি করার কমিশন নয় বলেও মন্তব্য করেন তিনি।

জানান, ১ থেকে দেড় বছরের মধ্যে পরীক্ষার জট ছাড়াতে কাজ করছে কমিশন। সিলেবাস সংস্কারেও কাজ করছে পিএসসি।

পরীক্ষার্থীর নাম্বার প্রকাশসহ সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে চায় পিএসসি।

সেজু